স্টাফ রিপোর্টার,৩১ অক্টোবর

বিএনপি জামায়াতসহ অন্যান্য দলের ডাকা অবরোধের সমর্থনে মানিকগঞ্জে বিএনপির নেতাকর্মীরা মঙ্গলবার সকালে সেওতা এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল ঢাকা-আরিচা মহাসড়কে প্রবেশ করতে গেলে পুলিশ তাদের বাধা দেয় ।এ সময় পুলিশ ও নেতা কর্মীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

পুলিশের ধাওয়া খেয়ে মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়। নেতা কর্মীরা পালানোর সময় বিএনপির জেলা কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট মোঃ আজাদ হোসেন খান ও পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন আহমেদ জাদু,কৃষমদলের সাবেক সভাপতি মনির হোসেন,শ্রমিকদলের নেতা আব্দুর রাজ্জাকও যুবদল নেতা আরিফ হোসেনকে আটক করে।
জানা গেছে,মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে জেলা বিএনপির সহ-সভাপতি ও পৌর বিএনপির সভাপতি নেতৃত্বে অবরোধের সমর্থনে সেওতা এলাকায় থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকার মহাসড়কে প্রবেশের চেষ্টা করে।এ সময় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ সরকার এর নেতৃত্বে মিছিল ছত্রভঙ্গ করে দেয় এবং তিন নেতাকে আটক করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *