মানিকগঞ্জ প্রতিনিধ,১৩ জুলাই
মানিকগঞ্জ পৌরসভার জায়গা জেলা পরিষদ অবৈধভাবে দখল করে ইমারত নির্মানের প্রতিবাদে মানিকগঞ্জে
মানববন্ধন করেছে পৌরসভার সর্বস্তরের জনগণ। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র রমজান
আলী।
আজ (১৩ জুলাই)বৃহস্পতিবার সকালে শহরের বেউথা এলাকায় পৌর পরিষদের আয়োজনে ঘন্টাব্যাপী এই
মানববন্ধন হয়। এসময় আরও উপস্থিত ছিলেন প্যানেল মেয়র আব্দুর রাজ্জাক রাজা, পৌর আওয়ামী লীগের
সভাপতি আরশেদ আলী বিশ্বাস, কাউন্সিল তছলিম হৃদয়,আবুল কালাম আজাদ মাস্টার,কবির হোসেন,আবু মো:
নাহিদ, নুরুল ইসলাম কুইন্টা,নারী সংরক্ষিত কাউন্সিল জেসমিন আক্তার, নাজমা আক্তার, রাজিয়া সুলতানা
সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
মানববন্ধনে মেয়র রমজান আলী বলেন, জেলা পরিষদ অবৈধভাবে পৌরসভার জায়গা দখল করে প্লান ছাড়াই
ইমারত নির্মান করে দোকান ও অফিস ভাড়া দিয়েছে। বার বার জেলা পরিষদকে জানানোর পর কোন ব্যবস্থা
নিচ্ছে না। এ বিষয়ে খুব শীঘ্রই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *