মানিকগঞ্জ ঃ৮নভেম্বর

পাটুরিয়ায় ৫ নম্বর ফেরি ঘাটে যানবাহন নিয়ে  ডুবে যাওয়া রো রো ফেরি ‘আমানত শাহ’ উদ্ধার করেছে উদ্ধারকারী বেসরকারি প্রতিষ্ঠান জেনুইন এন্টারপ্রাইজ। ফেরি ডুবির ঘটনার ১৩ দিনের দিন ডুবে যাওয়া ফেরিটি সোমবার দুপুর পর্যন্ত ৭০ ভাগ উদ্ধার হয়েছে। তবে সম্পূর্ণ উদ্ধার করতে সময় লাগবে আরো দুই থেকে তিন দিন।

জেনুইন এন্টাপ্রাইজের স্বত্ত্বাধিকারী বদিউল আলম জানান, কাত হয়ে থাকা ফেরিটিকে ৭০ ভাগের মত সোজা করা হয়েছে। বর্তমানে ফেরির ডুবে থাকা অংশে পানি সেচের কাজ করা হ”েছ। যদি কোথায়ও কোন ফাটা কিংবা ছিদ্র থাকলে তা মেরামত শেষে সম্পূর্ণ সোজা করা হবে। পরে সম্পূর্ন খালি করে বিআইডব্লিউটিএ’র কর্মকর্তাদের বুঝিয়ে দেওয়া হবে।
গত ২৭ অক্টোবর পন্যবাহী ট্রাক ও মোটসাইকেল নিয়ে পাটুরিয়ার ৫ নং ঘাটে নিম্মজিত হয় রো রো ফেরি আমানত শাহ। উদ্ধারকারী জাহাজ হামজা ও রুস্তম সবগুলো ট্রাক ও মোটরসাইকেল উদ্ধারে সক্ষম হলেও ফেরিটি উদ্ধার করতে পারেনি। অর্ধেক ডুবে যাওয়া ফেরিটি উদ্ধারের জন্য নৌ মন্ত্রনালয় থেকে দায়িত্ব দেওয়া হয় বেসরকারি প্রতিষ্ঠান জেনুইনকে। গত কয়েক দিন ধরে প্রতিষ্ঠানটির ডুবুরী দলের সদস্য শ্রমিকরা ডুবন্ত ফেরিটিকে বিশেষ কায়দায় তার দিয়ে বেঁধে ফেলে। সোমবার সকাল ১০ টার দিকে এক সাথে ৫টি উইন বার্জ দিয়ে ফেরি তুলার মুল কাজ শুরু হয়। উইন বার্জ দিয়ে ধীরে ধীরে টানার সাথে সাথে ডুবন্ত ফেরিটি উপরের দিকে ওঠতে থাকে। দুপুর পর্যন্ত ফেরিটি ৭০ ভাগ উদ্ধার কাজ শেষে হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *