ছবি সংগৃহিত
মোঃ রকিবুল হাসান,মানিকগঞ্জ,২১ নভেম্বর
আগামীকাল মঙ্গলবার (২২ নভেম্বর)তেরশ্রী ট্র্যাজেডি দিবস । ১৯৭১ সালে ২২ নভেম্বর এই দিনে মানিকগঞ্জের ঘিওর উপজেলার তেরশ্রীতে নিরীহ বাঙালির উপর পাকিস্তানি বাহিনী নির্মমভাবে ৪৩ জন গ্রামবাসীকে নৃশংসভাবে হত্যা করে। মুক্তিযুদ্ধের সময় এটাই ছিল মানিকগঞ্জের সবচেয়ে বড় গনহত্যা কান্ড । তাই জেলাবাসী প্রতি বছর এই দিনটিকে তেরশ্রী ট্র্যাাজেডি দিবস হিসাবে পালন করে আসছেন।
জানা যায়,১৯৭১ সালের আজকের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশের দোসরা তেরশ্রী গ্রামে অভিযান চালিয়ে আগুনে পুড়িয়ে ও পাখির মতো গুলি এবং বেয়নোট চার্জে হত্যা করে এ গ্রামের স্বাধীনকামী জমিদার সিদ্ধেশ্বর প্রসাদ রায় চৌধুরী,অধ্যক্ষ আতিয়ার রহমানসহ ৪৩ জন নিরীহ মানুষকে। হানাদাররা চলে যাওয়ার পর আশপাশের গ্রামের লোকজন এসে মৃত দেহগুলো নিয়ে স্থানীয় শ্মশানে ও কবরস্থানে মাটি চাপা দেয়। এলাকাবাসীর দাবির মুখে ৪১ বছর পর ২০১১সালে শহিদদের স্মরণে তেরশ্রী গ্রামে নির্মিত হয় সরকারিভাবে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ নেয়।২০১২ সালে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) প্রায় ৩০ লাখ টাকা ব্যয়ে এই শহিদ স্মৃতিস্তম্ভ নির্মাণ করে। এই স্তম্ভের গায়ে ৩৬ জন শহদের নাম লিপিবদ্ধ রয়েছে, বাকি ৭জনের নাম আজও জানা যায়নি। জ্ঞাতরা হলেন-ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের তেরশ্রী গ্রামের কালীনারায়ণ প্রসাদ চৌধুরীর ছেলে তেরশ্রী জমিদার সিধেশ্বরী প্রসাদ রায় চৌধুরী, তেরশ্রী কলেজের অধ্যক্ষ আতিয়ার রহমান, সাধন কুমার সরকার, বিপ্লব কুমার সাহা, শচীন্দ্র নাথ গোস্বামী, মাখন চন্দ্র সরকার, রমজান আলী, মহন্দ্রে দাস, নিতাই চন্দ্র দাস, শ্যামলাল সূত্রধর, জগদীশ চন্দ্র দাস, যোগেশ সূত্রধর, নারায়ণ সূত্রধর, রামচরণ সূত্রধর, দেলবার আলী, মধাব দত্ত, যাদব দত্ত, যোগেশ দত্ত, শ্যামাপদ নাগ, মোঃ গেন্দা মিয়া, মোঃ কছিম উদ্দিন, মোঃ একলাছ মোল্লা, তফিল উদ্দিন, মোঃ ওয়াজ উদ্দিন, সাধু চান দাস, সুখন দাস, সুরেন্দ্র দাস, যোগেশ চন্দ্র দাস, গৌর চন্দ্র দাস, মনীন্দ্র চন্দ্র দাস, শ্রীমন্ত দাস, প্রান গোবিন্দ সাহা, যোগেশ ঘোষ, জ্ঞানেন্দ্র ঘোষ, তজিম উদ্দিন প্রমুখ।
মানিকগঞ্জের ঘিওর উপজেলা সদর থেকে তিন কিলোমিটারের উত্তরে তেরশ্রী গ্রাম।ঘিওরের ট্র্যাজেডি দিবস উপলক্ষে তেরশ্রী কলেজ এলাকায় মুক্তিযোদ্ধা, জেলা প্রশাসন ও রাজনৈতিক নেতাকর্মীরা নানা আয়োজনের মধ্য দিয়ে কর্মসূচির পালন করে থাকেন।