ডেক্স রেপোর্ট,১৮সেপ্টেম্বর

আগামীকাল সোমবার ১৮ সেপ্টেম্বরঢাকায় আসবেন বাংলাদেশ সফরে আসছেন বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজার।
সফরকালে তিনি অর্থমন্ত্রীসহ সরকারের সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। দেশের উন্নয়ন অগ্রাধিকারগুলো মোকাবিলায় বিশ্বব্যাংকের সহায়তা নিয়ে আলোচনা করবেন।
এছাড়াও উন্নয়ন সহযোগী, বেসরকারি খাতের নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গেও সাক্ষাতের কথা রয়েছে রেইজার।
রেইজার বলেন, কোভিড, জলবায়ু পরিবর্তন এবং ক্রমবর্ধমান বৈশ্বিক মুদ্রাস্ফীতির কারণে দক্ষিণ এশিয়ার দেশগুলো সংকটের মুখোমুখি হচ্ছে। এমন সময়ও বাংলাদেশ উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে চমৎকারভাবে এগিয়ে আছে। বিশ্বব্যাংক বিগত ৫০ বছর ধরে এই অসাধারণ যাত্রায় অংশীদার হতে পেরে গর্বিত।-সূত্র ইনকিলাব

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *