স্টাফ রিপোর্টার,,2 ডিসেম্বর

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল এই দেশকে সোনার বাংলা গড়ার। মেজর জিয়া বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বাস্তবায়ন করতে দেয়নি। বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন।

 

শুক্রবার বিকালে মানিকগঞ্জের শিবালয় উপজেলার বরংগাইল বিশ্ববিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি এসব কথা বলেন।

মির্জা আজম এমপি বলেন, আগামী নির্বাচন হবে স্বাধীনতার পক্ষে নির্বাচন। বিএনপি-জামাতের বিরুদ্ধে নির্বাচন। বিএনপি জামাত জোট সরকার ক্ষমতায় থাকা কালে দুনীর্তিতে পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছিল। বিএনপি-জামাত জোট ক্ষমতায় থাকা কালে মুক্তিযোদ্ধাদের সম্মান ছিল না। মুক্তিযোদ্ধাদের যুদ্ধের মাধ্যমে স্বাধীনতার মাধ্যমে একটি দেশ পেয়েছি।উন্নয়নের ধারা এগিয়ে নিতে আগামী নির্বাচনে বর্তমান সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়কে আবার নৌকায় ভোট দিতে হবে।

শিবালয় উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান রেজাউর রহমান খান জানু এর সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কদ্দুস এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সিরাজুল কবির কাওসার, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মো: সাহাবুদ্দিন ফরাজী, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট বোর্ডের পরিচালক আলহাজ্ব এ এম নাঈমুর রহমান দুর্জয়।

সম্মেলন উদ্বোধন করেন- মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও মানিকগঞ্জ জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাডঃ গোলাম মহীউদ্দীন। প্রধান বক্তা ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জজ কোর্টের পিপি বীর মুক্তিযোদ্ধা এ্যাড: আব্দুস ছালাম প্রমূখ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *