মানিকগঞ্জ  সংবাদদাতা ২২জুলাই
 আজ শনিবার (২২ জুলাই) মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার পদ্মার দুর্গম চরে পুলিশ তদন্ত কেন্দ্র ও মুক্তিযুদ্ধের ম্যুরাল উদ্বোধন করতে স্বরাষ্ট্রমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আসাদুজ্জামান খাঁন কামাল আসবেন।
তিনি হরিরামপুর উপজেলার লেছড়াগঞ্জ ইউনিয়নের নটাখেলা পুলিশ তদন্ত ও মুক্তিযুদ্ধের দুটি ম্যুরাল উদ্বোধন করবেন বলে জানাগেছে।
স্বরাষ্ট্রমন্ত্রীর সফর কর্মসূচীতে জানাযায়, তিনি দুপুর আড়াইটার দিকে হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে মেঘনা গ্রুপের একটি হেলিকপ্টারে করে হরিরামপুরের উদ্দেশ্যে রওনা হবেন।
সাড়ে তিনটায় হরিরামপুর উপজেলায় মুক্তিযুদ্ধের হরিনা ক্যাম্প(হরিরামপুর সিও অফিস) ও সুতালড়ি লঞ্চ আক্রমনের উপর নির্মিত ম্যুরাল উদ্বোধন করবেন।
একইস্থানে নটাখেলা পুলিশ তদন্ত কেন্দ্র উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর এ উপলক্ষে আয়োজিত জনসভায় যোগ দিবেন মন্ত্রী।সন্ধ্যা ৬টার দিকে তিনি হরিরামপুর উপজেলার পদ্মার চর নটাখেলা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে।
জেলা পুলিশ সূত্রে জানাগেছে,মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার পদ্মার দুর্গম চর লেছড়াগঞ্জ, সুতালরি ও আজিমনগর ইউনিয়নের লক্ষাধিক মানুষ মূল ভূখন্ড থেকে বিচ্ছিন্ন।জমি বিরোধ সহ নানা কারনে এসব এলাকায় প্রায়ই ছোট বড় আইন শৃঙ্খলার অবনতির ঘটনা ঘটে।কিন্তু যাতায়াত ব্যবস্থা সহজ না হওয়ায় সময় মতো তারা পুলিশি সেবা পান না।এ কারনে চরবাসী দীর্ঘদিন ধরে একটি পুলিশ ক্যাম্প করার দাবি জানিয়ে আসছিলো।নটাখেলা চরে পুলিশ তদন্ত কেন্দ্র তৈরি হওয়ায় অবশেষে চরবাসীর সেই স্বপ্ন পুরণ হতে যাচ্ছে।
একই সাথে মুক্তিযুদ্ধের সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল হরিরামপুর উপজেলার নটাখেলা এলাকায় যুদ্ধ করেছেন।যুদ্ধ করার সময় এখানেই তার চাচাতো ভাই বীরমুক্তিযোদ্ধা মাহফুজুর রহমান নিহত হয়েছিলেন।তাই পুলিশ ক্যাম্পের সাথেই মুক্তিযুদ্ধের স্মৃতি চিহৃ হিসাবে দুটি ম্যূরাল তৈরি করা হয়েছে।যা স্বরাষ্টমন্ত্রী আজ উদ্বোধন করার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *