সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:
আজ বৃহস্প্রতিবার সকাল ৮টাথেকে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের ভোট গ্রহন শুরু হবে । নির্বাচন সুষ্ট ও শান্তিপূর্নভাবে সম্পূর্ন করতে প্রশাসন সব প্রস্তুতি গ্রহন করেছেন।
এ নিবার্চনে বায়রা ইউনিয়নে নৌকা প্রতীকের বিপক্ষে চেয়ারম্যান প্রার্থী না থাকায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পথে। বাকি ১০টি ইউনিয়ন নৌকা প্রতীকের প্রার্থীর বিপক্ষে ২৫ জন বিদ্রোহী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। এবং সংরক্ষিত ওয়ার্ডে ১০২ সদস্য,সাধারন ওয়ার্ডে ২৯৭ সদস্য বিভিন্ন প্রতীক পেয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছে। এতে পুরুষ ভোটার সংখ্যা ১০৯৩৮৪ জন,মহিলা ভোটার সংখ্যা ১০৯৯৪০জন।১১টি ইউনিয়নে ভোট কেন্দ্রের সংখ্যা ১১২টি,ভোট কক্ষের সংখ্যা ৫৯২টি।প্রথম দিকে নৌকার বিপরীতে কিছু ইউনিয়ন বিদ্রোহী প্রার্থীদের জোয়ার থাকলেও নৌকা প্রার্থীদের পক্ষে স্থানীয় আওয়ামীলের নেতাকর্মীরা একযোগে ভোটারদের দুয়ারে গিয়ে ভোট প্রার্থনা করায় প্রত্যেক ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী নির্বাচিত হওয়ার সম্ভবনা রয়েছে এমনি জানা যায় স্থানীয় ভোটারদের সাথে কথা বলে।এ ব্যাপারে উপজেলা আওয়ামীলীগের যুগ্নসাধারন সম্পাদক মো.সায়েদুল ইসলাম জানান-প্রত্যেক ইউনিয়নের নেতাকর্মীরা নৌকার পক্ষে একযোগে কাজ করায় আমরা শতভাগ আশাবাদী নৌকার বিজয় হবে ইনশাল্লাহ। উপজেলা নির্বাচন অফিসার মাহবুব রোমান চৌধুরী বলেন-অবাধ,সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সকল প্রস্তুুতি শেষ। আশা করি সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে পারবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *