ঘণকুয়াশায় আরিচায়-কাজিরহাট নৌরুটে ৮ ঘন্টা এবং পাটুরিয়া-দৌলতদিযা নৌরুটে ১ঘন্টা পর ফেরি চলাচল শুরু হয়েছে।
শনিবার দিবাগত রাত ৯টা ৪০ থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত প্রায় ৮ ঘন্ট বন্ধ ছিল আরিচা-কাজিরহাট এবং শনিবার দিবাগত রাত সাড়ে ১০টা ৩০ থেকে রাত ১১:৪৫ ঘটিকা পর্যন্ত পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সোয়া ১ ঘন্টা ফেরি চলাচল বন্ধ ছিল। ফলে ঘাটে আসা যানবাহন শ্রমিক ও যাত্রীরা সময় মতো পার হতে না পেরে শীতের মধ্যে দুর্ভোগ পোহাতে হচ্ছে।বিগত কয়েকদিন যাবত এ রকম পরিস্থিতি সৃষ্টি হওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।সড়ক পথেও যানবাহনগুলোকে হেড লাইড জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে।
রবিবার সকালে বিআইডব্লিউটিসি’র আরিচা আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম শাহ মুহাম্মদ খালেদ নেওয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন।

বিআইডব্লিউটিসি’র আরিচা আঞ্চলিক কার্যালয় সুত্রে জানা গেছে, বুধবার ( ৩ জানুয়ারী )সন্ধ্যার পর থেকে নদীতে কুয়াশা পড়তে থাকে। রাত ৮টার পর থেকে কুয়াশার তীব্রতা বাড়তে থাকলে উক্ত নৌপথ দৃষ্টি সীমার বাইরে চলে যায়। দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ উক্ত নৌপথগুলোতে ফেরি চলাচল বন্ধ রাখেন। রবিবার সকাল ৬টায় ঘনকুয়াশা কেটে গেলে আরিচা-কাজিরহাট নৌরুটে পুনরায় ফেরি চলাচল শুরু করেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *