সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:

স্কুল পড়ুয়া এক ছাত্রীকে উত্যক্ত করায়  অভিযুক্তর অভিভাবক ও স্থানীয় জনপ্রতিনিধির কাছে ধর্ণা দিয়েও পায়নি সমাধান। অবশেষে ভুক্তভোগী ছাত্রীর পরিবার  ইউএনও‘র দফতরে দিয়েছেন লিখিত অভিযোগ। অভিযোগ দেয়ার ৫ দিন পেরে গেলেও মিলেনি প্রতিকার।

     গত ১৩ জুলাই মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নের রিফায়েতপুর গ্রামের স্কুল ছাত্রীর মা বাদী হয়ে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে লিখিত অভিযোগ করেন। ভুক্তভোগী স্কুল ছাত্রী স্থানীয় শান্তিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর শিক্ষার্থী।

   অভিযোগে প্রকাশ,উপজেলার চান্দহর ইউনিয়নের রিফাইয়েতপুর গ্রামের সিদ্দিক খানের ছেলে আসলাম (২১) স্কুলে যাওয়া-আসার পথে ভুক্তভোগী স্কুল ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেয় । সেই সাথে বিভিন্ন অশ্লীল ভাষায় উত্যক্ত করে। তার প্রস্তাবে রাজী না হলে আসলাম ওই ছাত্রীকে অপহরণ ও এসিড নিক্ষেপের হুমকি দেয়। আসলামের ভয়ে বর্তমানে স্কুল ছাত্রীর পরিবারটি আতংকে রয়েছেন। গত সোমবার (১৭জুলাই) বিকেলে সরজমিনে গিয়ে এ ঘটনার সত্যতা মিলে। স্থানীয়রা জানান, আসলাম একজন নেশাখোর বখাটে। স্কুলে যাতায়াতের পথে ওই ছাত্রীকে প্রতিনিয়ত  রাস্তা-ঘাটে উত্যক্ত করে।   

   ভূক্তভোগী ছাত্রী অভিযোগ করে জানান, স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ী থেকে বের হলে অটোগাড়িতে রিফাইতপুর ব্রীজ পাড় যাওয়া মাত্র গাড়ীর সামনে এসে প্রেমের প্রস্তাব দেয়। আমি প্রত্যাখন করায় স্কুলে যাওয়ার পথে প্রতিনিয়ত হুমকি দেয় আসলাম।   

     স্কুল ছাত্রীর মা জানান, প্রথমে আসলামের পরিবারকে ঘটনাটি অবগত করলে তারা উল্টো আমাকে গালিগালাজ করে। পরে বিষয়টি স্থানীয় বর্তমান ইউপি সদস্য কলিম উদ্দিনকে জানাই। তিনি চেয়ারম্যানের মাধ্যমে সমাধান দেয়ার কথা বলে তালবাহানা করে। বাধ্য হয়ে তিনি ইউএনও অফিসে অভিযোগ দেন বলেও জানান।         অভিযুক্ত আসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, এ ঘটনার কেউ প্রমাণ দিতে পারবে না।   

     স্থানীয় চান্দহর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার কলিম উদ্দিন সিকদার বলেন, বিষয়টি নিয়ে বিচারের দিন ধার্য করা হলেও চেয়ারম্যান উপস্থিত না থাকায় সমাধান দেয়া সম্ভব হয়নি।        এ ব্যাপারে সিংগাইর ইউএনও‘র কার্যালয়ে গেলে তার অধীনস্থরা জানান, তিনি ভারতে ট্রেনিং এ আছেন। ইউএনওর দায়িত্বে থাকা সহকারি কমিশনার (ভূমি) মো. আব্দুল কাইয়ুম খান বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *