
মানিকগঞ্জ,২৪ অক্টোবর
মানিকগঞ্জে মতিয়ার রহমান নামে এক ইজিবাইক চালককে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা।রোববার রাতে ঢাকা আরিচা মহা-সড়কের শিবালয়ের টেপড়া এলাকা থেকে রক্তাত্ত অবস্থায় ওই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।প্রাথমিকভাবে পুলিশ ধারনা করছে দুর্বৃত্তরা যাত্রীবেশে ইজিবাইকে উঠে চালককে হত্যা করে পালিয়ে যায়।
নিহত মতিয়ায়ার রহমান(৩২)শিবালয় উপজেলার রামনগর গ্রামের মৃত মোজাহার আলীল ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে,গতকাল রোববার রাত ১০ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের টেপড়া বাসস্ট্যান্ড থেকে কয়েকজন যাত্রী উপজেলার ভাকলা এলাকায় যাওয়ার কথা বলে মতিয়ারের ইজিবাইকে উঠে।পরে স্থানীয় লোকজন শিবালয় থানা পুলিশকে খবর দেয়।পুলিশ খবর পেয়ে রাত ১১ টার দিকে পাওয়ার গ্রিড স্টেশনের সীমানার প্রাচীরের কাছে থেকে মতিয়ারের রক্তাত্ত লাশ উদ্ধার করে।লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য রাতেই জেলা সদর হাসপাতালের মর্গে পাঠান।ধারনা করা হচ্ছে,যাত্রীবেশে দুর্বৃত্তরা পাওয়ার গ্রিড এলাকায় যাওয়ার পর মতিয়ারকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।নিহতের ঘাড় ও বুকের পাঁজরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
এব্যাপারে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ নূর এ আলম বলেন,ঘটনাস্থলের পাশ থেকে হত্যাকান্ডের ব্যবহৃত একটি ছুরি ও নিহত চালক মতিয়ারে ইজিবাইক উদ্ধার করা হয়েছে।পূর্বশত্রæতার জের ধরে অথবা অন্য কোন কারণে এই হত্যাকান্ড ঘটতে পারে।এ ঘটনার সঠিক তথ্য উদঘাটনের চেষ্টা চলছে।