
শাহীন তারেক,মানিকগঞ্জ,১০ ফেব্রুয়ারি
তরুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে ‘এসো দেশ বদলাই’ পৃথিবী বদলাই’ শ্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জ অনুষ্ঠিত হলো প্রথম স্কেটিং প্রতিযোগিতা।
সোমবার(১০ ফেব্রুয়ারি)বেলা পনে ১১ টার দিকে জেলা প্রশাসনের উদ্যোগে বেউথা চৌরাস্তা মোড়ে এ স্কেটিং প্রতিযোগিতা শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ডঃ মানোয়ার হোসেন মোল্লা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা বলেন, একটি দেশ তার মানব সম্পদের মাধ্যমেই এগিয়ে যায়।মানুষ যখন সম্পদে পরিণত হয় তখন সে দেশ এগিয়ে যায়। মানুষ কিভাবে সম্পদে পরিণত হয় সে বিষয়ে তিনি বলেন,লেখাপড়া, প্রশিক্ষণ, সুস্বাস্থ্যা,শারীরিক ও মানসিক সুস্থতার মাধ্যমে। আমাদের সন্তানদের সামনে এগিয়ে নেওয়ার জন্যে আমরা লেখাপড়ার পাশাপাশি মনোযোগ বিকাশের জন্য ও শারীরিক সুস্থতার জন্য বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করেছি। শিশুরা যাতে অপরাধ প্রবণতা এবং মাদকাসক্তির দিকে ঝূকে না পড়ে। নিয়ম-শৃঙ্খলা অনুযায়ী চলতে পারে। এজন্যই আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করে আসছি।
এ সময় আরো উপস্থিত ছিলেন গণপূর্ত বিভাগের মানিকগঞ্জ অফিসের নির্বাহী প্রকৌশলী বিশ্বনাথ বণিক, অতিরিক্ত জেলা প্রশাসক আতিকুল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) ফারজানা প্রিয়াংকা,অতিরিক্ত পুলিশ সুপার মো.আব্দুল ওয়ারেস, মানিকগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব মোঃ.শাহানুর ইসলাম প্রমুখ।
পরে জেলা প্রশাসকের ভবনের সামনে রোলবল প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক ডক্টর মানোয়ার হোসেন মোল্লা।