মাহিদুল ইসলাম মাহি, মানিকগঞ্জ
ডিজিটাল বাংলাদেশের অর্জন, উপকৃত সকল জনগণ’- এ প্রতিপাদ্য নিয়ে মানিকগঞ্জের একমাত্র বিশ্ববিদ্যালয় এনপিআই ইউনিভার্সিটি অব বাংলাদেশ ক্যাম্পাসে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের পরিচালক প্রকৌশলী ড. মোহাম্মদ ফারুক হোসেন র্যালিটির উদ্ভোধন করেন। র্যালিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু হয়ে ঢাকা আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে ক্যাম্পাসে এসে শেষ হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোঃ মাহিদুল ইসলাম মাহি, এডমিশন অফিসার মোঃ জুয়েল রানা, টেকনিক্যাল অফিসার তানিয়া বেগম মুক্তাসহ কর্মকর্তা কর্মচারিরা উপস্থিত ছিলেন।