স্টাফ রিপোর্টার :

এপেক্স ক্লাবের উদ্দ্যোগে সাভারের বাড্ডা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে স্কুলের অডিটরিয়াম এ শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এপেক্স ক্লাব অফ সাভারের সভাপতি এপেক্সিয়ান জাহেদুল ইসলাম জাহিদ।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক ন্যাশনাল প্রেসিডেন্ট এপেক্সিয়ান নিজাম উদ্দিন পিন্টু , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক গভর্নর জেলা -২ এপেক্সিয়ান মনিরুল ইসলাম ভুইয়া মনির , জেলা গভর্নর ১ এপেক্সিয়ান কবীর আহম্মেদ, জেলা ২ সাধারন সম্পাদক এপেক্সিয়ান নাফিজ খান, এপেক্স ক্লাব অফ ধানমন্ডির সাবেক প্রেসিডেন্ট এপেক্সিয়ান খালেক , ন্যাশনাল ট্রেজারার এপেক্সিয়ান মাহাবুবুর রহমান বিদ্যুৎ, বাড্ডা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা আজাদ।
প্রধান অতিথি সাবেক ন্যাশনাল প্রেসিডেন্ট এপেক্সিয়ান নিজাম উদ্দিন পিন্টু এসময় বলেন, আমরা এপেক্স ক্লাব এর মাধ্যেমে সারা দেশে ভাগ্য বঞ্চিত মানুষের জন্য কাজ করে যাচ্ছি , সৌহার্দ্য , ভ্রাতৃত্ব, সেবা এই তিনটি লক্ষ্য নিয়ে আমরা সারা দেশে কাজ করে যাব এটাই আমাদের অঙ্গিকার।
এপেক্স ক্লাব অফ সাভারের সভাপতি এপেক্সিয়ান জাহেদুল ইসলাম জাহিদ এসময় বলেন, মানবতার সেবায় এপেক্স ক্লাব অফ সাভার সার্বক্ষনিকভাবে সকল সদস্যদের পাশে নিয়ে উন্নয়ন মূলক কাজ করে যাবো।
এছাড়াও উপস্থিত ছিলেন, এপেক্স ক্লাব অফ সাভার এর সহ সভাপতি এপেক্সিয়ান শফিকুল ইসলাম দুলাল , সহ সভাপতি এপেক্সিয়ান আজিম উদ্দিন, এক্সপেনশন ডিরেক্টর এপেক্সিয়ান জাহাঙ্গীর আলম, সার্ভিস ডিরেক্টর এপেক্সিয়ান ফজলুল বারী খোকন, পাবলিক রিলেশন ডিরেক্টর এপেক্সিয়ান বাবলু চক্রবর্তী বাবু, খান ডেভলপার এর ( সি ই ও) এপেক্সিয়ান আব্দুর রহিম খান, এপেক্সিয়ান জহিরুল ইসলাম জহির, এপেক্সিয়ান কাইয়ুম সহ স্থানীয় গন্য মান্য ব্যাক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *