সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:

মানিকগঞ্জ-২ আসনের সংসদ
সদস্য কন্ঠশিল্পী মমতাজ বেগম এমপির স্বামী ডা.এএসএম মঈন হাসানের গাড়িতে সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে তিনি গুরুতর আহত হয়েছেন বলে দাবি করেছেন।

এ ঘটনায় শুক্রবার বিকালে ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে। অভিযুক্তরা হলেন-উপজেলার ধল্লা ইউনিয়নের গাজিন্দা গ্রামের মো.জজ মিয়ার ছেলে মো.নয়ন মিয়া(৩০) হযরত আলীর ছেলে মোসলেম উদ্দিন,মধ্য ধল্লা গ্রামের শুকুর আলীর ছেলে মো.রুবেল,ধল্লা বাজার ফিরোজ মুন্সীর ছেলে আশরাফ আলী,বাস্তা গ্রামের আব্বাছ উদ্দিনের ছেলে মো.নাসির উদ্দিন, পশ্চিম বাস্তা আনোয়ার আলীর ছেলে পাঙ্গা জসিম। এ ছাড়াও অজ্ঞাত আরোও ২-৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। অভিযুক্তরা সবাই আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী।
এ বিষয়ে এমপি মমতাজের স্বামী ডা.মঈন হাসান এ প্রতিবেদককে জানান,২৩ আগষ্ট বিকালে তিনি উপজেলার বাস্তা বাসষ্ট্যান্ডের পূর্বপাশে বিন্নাডাঙ্গীতে রোকেয়া চক্ষু সেন্টার থেকে ঢাকার উদ্দেশে রওনা হন। এ সময় একটি সিএনজি চালিত অটোরিকসা তার মাইক্রোবাসের গতিরোধ করে লাঠি,লোহার রড ও ধারালো অস্ত্র নিয়ে আর্তকিত হামলা করে গাড়ি ভাংচুর করে। এতে তিনি মারাত্মক আহত হন।
উপজেলা আওয়ামীলীগের নবাগত সাধারন সম্পাদক শহিদুর রহমান শহিদ জানান-ঘটনাটি নিন্দনীয়।এ ঘটনার সঙ্গে দলীয় কোনো নেতাকর্মী সম্পৃক্ত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এ ব্যাপারে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সফিকুল ইসলাম মোল্যা অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন-তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *