
স্টাফ রির্পোটারঃ৯ নভেম্বর
মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের এ.আর সি ইট খোলার মালিক আব্দুর রাজ্জাককে টাকা আত্মসাৎ এর অভিযোগে আটক করেছে থানা পুলিশ।
জানা গেছে.কালিয়াকৈর এলাকার মাটি ব্যাবসায়ী আরশেদ আলীর তার পাওনা টাকা না দেওয়ায় মানিকগঞ্জ সদর থানায় অভিযোগ করেন।তার অভিযোগেরর ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যারর দিকে আব্দুর রাজ্জাককে আটক করেছে।
আজ বুধবার দুপুরে কোটে প্রেরন করা হবে ।