
মানিকগঞ্জ সংবাদদাাত ঃ ৩০ অক্টোবর
মাদকের বিরুদ্ধে চলো যাই যুদ্ধে এই শ্লোগানকে সামনে রেখে কমিউনিটি পুলিশিং ডে-২০২১ উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে মানিকগঞ্জে।
গতকাল শনিবার মানিকগঞ্জ সদর থানা থেকে শোভাযাত্র বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান শহীদ রফিক সড়ক প্রদক্ষিণ শেষে জেলা কমিউনিটি পুলিশিং কার্যালয়ে গিয়ে শেষ হয়। জেলা কমিউনিটি পুলিশিং কার্যালয়ে পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীন। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সালাম, পৌর মেয়র মো. রমজান আলী, মানিকগঞ্জ ডায়াবেটিকস সমিতি সাধারন সম্পাদক সুলতানুল আজম খান আপেল, জেলা আওয়ামীলীগের অর্থ বিষয়ক সম্পাদক আব্দুর রহিম খান, কমিউনিটি পুলিশিং জেলা শাখার সভাপতি হবিবুর রহমান সরকার, সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার সালাম চৌধুরী, জেলা কমিউনিটি পুলিশিং এর সমন্বয়কারী অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান প্রমুখ।