মাহিদুল ইসলাম মাহি, মানিকগঞ্জ

মানিকগঞ্জের কর্ণেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের ২০২১-২২ কার্যনির্বাহী পরিষদের সভাপতি হিসেবে
ডা. এম ওলী আহমেদ এবং সাধারণ সম্পাদক হিসেবে ডা. মোঃ মুনতাসিম হক আলভী মনোনীত হয়েছেন। বৃহস্পতিবার রাতে ২০২০-২০২১ কার্যনির্বাহী কমিটির সভাপতি ডা. কাজী আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক আল মুসাব্বির সিয়াম ও তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ আরশাদ উল্লাহ এ কমিটির অনুমোদন দেন। কার্যকরী পরিষদে অন্যান্যদের মধ্যে সহ-সভাপতি হিসেবে ডা. অভিজিত সরকার , ডা. মোঃ নাজমুল হক নাসিম, যুগ্ন সাধারণ সম্পাদক হিসেবে ডা. নুসরাত জাহান খান, ডা. নাহিদ হাসান, ডা. তামান্না ইসলাম, সাংগঠনিক সম্পাদক ডা. মোঃ গোলাম মোর্শেদ খান, ডা. মোঃ আবির হাসান রয়েছেন।


এছাড়া দপ্তর সম্পাদক ডা. পার্থ পন্ডিত সাগর, অর্থ সম্পাদক ডা. এস এম রাশেদ, প্রচার সম্পাদক ডা. মোঃ তানভীর আহমেদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. দিবা জাবিন ফারিয়া, গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ডা. আসমা তারান্নুম, ক্রীড়া বিষয়ক সম্পাদক ডা. মেহেদী হাসান, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক ডা. অনন্যা শেখ এবং ধর্ম বিষয়ক সম্পাদক ডা. শাহনাজ সুলতানা শায়েরী, কার্যকরী সদস্য হিসেবে ডা. সানজিদা জামান, ডা. শাফিন তারান্নুম, ডা. জান্নাতুল নাঈম বৃষ্টি রয়েছেন।

নবগঠিত কমিটির সভাপতি ডা. ওলী আহমেদ বলেন, ‘রোগী এবং চিকিৎসকদের মধ্যে সহনুভূতিশীল, দৃঢ় সম্পর্ক স্থাপনের মাধ্যমে কর্ণেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে আগত রোগীদের উন্নত সেবা দিতে তার কমিটির সকল সদস্য একযোগে কাজ করবে  ।No description available.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *