স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ (১৪ জুন)
স্মার্ট শিক্ষা-স্মার্ট দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’- এই শ্লগানকে সামনে রেখে মানিকগঞ্জে পালিত হচ্ছে
কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ। এ লক্ষে
আজ (বুধবার) সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বর থেকে বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহীদ স্মরণী প্রদক্ষিণ করে মানিকগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে গিয়ে শেষ হয়।
এই শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা শুক্লা সরকার, মানিকগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড. মোঃ কামরুজ্জামান, ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের পরিচালক প্রকৌশলী ড. মোহাম্মদ ফারুক হোসেন প্রমুখ।
শোভাযাত্রায় অংশ নেয় বিভিন্ন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।