সিংগাইর (মানিকগঞ্জ)থেকে:

কোনো অফিসে সরকারি ফি’র বাইরে অতিরিক্ত টাকা দিবেন না। কেউ অতিরিক্ত টাকা চাইলে উর্ধ্বতন কর্তৃপক্ষ অথবা আমাকে ম্যাসেজ দিয়ে জানাবেন বললেন-ঢাকা বিভাগীয় কমিশনার মো.খলিলুর রহমান। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় মানিকগঞ্জের সিংগাইর উপজেলা চত্ত্বরে সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনের অংশগ্রহনে মতবিনিময় সভায় জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য তিনি আরো বলেন, বঙ্গবন্ধুই প্রথম বলেছেন জনগণের টাকায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন হয়। তাই তাদের সেবা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী কোনো কৃষি জমি অনাবাদি রাখা যাবে না। জমিতে উৎপাদন বাড়ানো ছাড়া খাদ্য ব্যবস্থা নিশ্চিত করা সম্ভব নয়। যে কোনো মূল্যে কোভিড-১৯ মোকাবেলার পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মন্দাবস্থা কাটিয়ে উঠতে হবে। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহবুব,সিংগাইর উপজেলা চেয়ারম্যান মুশফিকুর রহমান খান হান্নান, উপজেলা নির্বাহী অফিসার দিপন দেবনাথ, সিংগাইর পৌর মেয়র আবু নাঈম মো. বাশার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সায়েদুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল বাশার প্রমুখ। মতবিনিময় শেষে বিভাগীয় কমিশনার কৃষকদের মধ্যে কৃষি উপকরণ, প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার ও শিক্ষকদের মধ্যে বই বিতরণ করেন। এ সময় সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মী ও বিভিন্ন শ্রেনী পেশার লোক অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *