
মানিকগঞ্জ প্রতিনিধি,১৪ অক্টোবর
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশ প্রেরণের দাবীতে মানিকগঞ্জ জেলা বিএনপি অনশন কর্মসূচী পালন করেছে।
শনিবার মানিকগঞ্জ পৌরসভার বেউথা ব্রিজের দক্ষিন পাশে এ কর্মসূচী পালন করেন।অনশন বেলা ৩ টা থেকে শুরু হয়ে ৫ টা পর্যন্ত টানা ২ ঘন্টা চলে।
কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্ঠা মন্ডলীর সদস্য ও জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা,সাধারণ সম্পাদক এস এ জিন্নহ কবির,যুগ্ন সাধারণ সম্পাদক সত্যেন কান্ত পন্ডিত ভজন,এস এম ইকবাল হোসেন,পৌর সভাপতি নাসির উদ্দিন যাদু,সাংগঠনিক সম্পাদক নূরতাজ আলম বাহার,সদর থানার সভাপতি আব্দুল হক,পৌরসাভার সভাপতি নাসির উদ্দিন যাদু,যুবদলের আহবায় কাজী মোস্তাক আহমেদ দিপু,শ্রমিক দলের সভাপতি আব্দুল কাদের,স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো.জিন্নাহ খান,ছাত্রদলের আহবায়ক আব্দুল খালেক শুভ প্রমূখ।
আফরোজা খান রিতা বলেন,এই আওয়ামীলীগ সরকার রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাবন্দী রেখেছে। বর্তমানে বেগম জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। খালেদা জিয়ার চিকিতসকেরা জানিয়েছেন তাকে সুস্থ করতে বলে অবিলম্বে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠানোর কোনে বিকল্প নেই। কিন্তু এই সরকার তা আমলে নিচ্ছে না। আমরা আবারও আহ্বান জানাই অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে পাঠিয়ে উন্নত চিকিৎসার সুযোগ দিতে। তা না হলে বেগম জিয়ার কোনো দূর্ঘটনা ঘটলে সম্পূর্ণ দায় দায়িত্ব সরকারকেই নিতে হবে।আমরা তার দ্রুত মুক্তি কামনা করছি।
এ কর্মসূচীতে বিএনপি এবং এর সকল অঙ্গসংগঠনের শত শত নেতা কমূী অংশ গ্রহন করেন।