মাহিদুল ইসলাম মাহি,মানিকগঞ্জ

সম্প্রীতির সমৃদ্ধ জাতি গঠনে আধুনিক জ্ঞান ও কর্মশক্তিতে বলীয়ান শিক্ষা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জে গণপ্রকৌশল দিবস-২০২১ ও আইডিইবির গৌরবোজ্জ্বল ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

বৃহস্পতিবার সকাল এগারোটায় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মানিকগঞ্জ জেলা শাখার আয়োজনে এই কর্মসূচি পালিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে র‌্যালির উদ্বোধন করেন মানিকগঞ্জ পৌরসভার মেয়র মোঃ রমজান আলী।

র‌্যালিটি মানিকগঞ্জের এনপিআই ইউনিভার্সিটি অব বাংলাদেশ ক্যাম্পাস থেকে শুরু হয়ে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে এসে সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে শেষ হয়। র‌্যালি শেষে আইডিইবি মানিকগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ও এনপিআই বিশ্ববিদ্যালয়ের পরিচালক প্রকৌশলী ড. মোহাম্মদ ফারুক হোসেনের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনাসভায় আইডিইবি মানিকগঞ্জ জেলা শাখা সভাপতি মোঃ বেল্লাল হোসেন সভাপতিত্ব করেন। আলোচনা সভায় মেয়র মোঃ রমজান আলী বলেন, ‘দেশে শতকরা ৮৫ ভাগ কাজ ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা করেছে। ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা অনেক সময় বিএসসি ইঞ্জিনিয়ারদের চেয়েও ভাল কাজ করে। পৌরসভায় উন্নয়নের বিষয়ে বলেন, এক বছরেরর মধ্যে মানিকগঞ্জ শহরের খালকে হাতিরঝিলে পরিণত করবো। শহরে শিশু পার্ক করবো। শিগগিরই ১৫০ কোটি টাকার কাজ শুরু হবে। আলোচনা সভায় অন্যন্যদের মধ্যে প্রাইভেট সেক্টর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ফেডারেশন মানিকগঞ্জ জেলার সাধারণ সম্পাদক প্রকৌশলী কবির আলম, পিজিসিবির নির্বাহী প্রকৌশলী গিয়াস মাহমুদ, বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশল পরিষদের সভাপতি প্রকৌশলী আনোয়ার ইসলাম, পৌরসভার সহকারি প্রকৌশলী গিয়াস মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *