স্টাফ রিপোর্টার
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার দুই ইউনিয়নের সঠিক সময় ব্যালট পেপার না পৌছানোর কারণে ৬টি ভোট কেন্দ্রে আড়াই ঘণ্টা পর ভোট শুরু হয়েছে। ভোট কেন্দ্র গুলো হলো দৌলতপুর উপজেলার বাঘুটিয়া
ইউনিয়নের বাঘুটিয়া দাখিল মাদ্রাসা, বাঘুটিয়া উচ্চ বিদ্যালয় ও দক্ষিণ বাঘুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। চরকাটারী ইউনিয়নের বাঁচামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কল্যাণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দক্ষিণ চরভারান্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরুল হাসান জানান, উপজেলার ‘বাঘুটিয়া ও চরকাটারী ইউনিয়ন দুটি যমুনা নদীর ওপার। নৌকায় নদী পার হয়ে সেখানে যেতে হয়। ভোরে ব্যালট পেপার ও ভোটের সরঞ্জাম পাঠানো হয়। কিন্তু ঘন কুয়াশার কারণে নদীতে পার হতে সমস্যার মুখে পড়েন তারা। ফলে ভোট কেন্দ্রে সঠিক সময় ব্যালট পেপার
পৌছানো সম্ভব হয়নি। সকাল সাড়ে ১০ টার পর ভোট কেন্দ্রে ব্যালেট পেপার পৌছানোর পর ভোট গ্রহন শুরু কর হয়।