
নিউজ ডেস্ক,২৪। অক্টোবর
মানিকগঞ্জের ঘিওরে ঝালমুড়ি বিক্রেতা আব্দুল হালিম হত্যা মামলায় রুজুকৃত আসামী মো.মামুন মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
২৩ অক্টোবর মাশাইল গ্ৰামের রিজিয়া বেগম বাদী হয়ে ঘিওর থানায় তার স্বামীর হত্যার বিষয়ে অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর পুলিশ হত্যার সাথে জড়িত আসামী মোঃ মামুন মিয়াকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে।
অভিযোগে উল্লেখ করেন যে, পারিবারিক পূর্ব শত্রুতার জের ধরে ২২ অক্টোবর রাত আনুমানিক ৭.৪০ ঘটিকার সময় বাদীনির স্বামী আব্দুল হালিম ঝাল মুড়ি বিক্রয় করে বাড়ীতে ফিরছিল ।
বাড়ী আসার সময় ঘিওর থানাধীন কুন্ডুরিয়া – সরুপাই বাজার হতে বাঠইমুড়ী গামী রাস্তার কুন্ডরিয়া ব্রিজের উপর পৌছালে বাদীনির মেয়ে বিথী আক্তার (১৮) এর স্বামী আসামী মো: মামুন মিয়া (৩০),ও অজ্ঞাতনামা ২/৩ জনের সহযোগীতায় বাদীনির স্বামীকে কাঠের বাটাম দিয়া মাথায় উপর্যুপরি আঘাত করে ।
বাটামের আঘাতে গুরুত্বর জখম করে ঘটনাস্থল হতে দ্রুত পালিয়ে যায়।
বাদীনি উক্ত সংবাদ পাওয়ার পর আহতাবস্থায় তার স্বামীকে মানিকগঞ্জ সদর হাসপাতাল নিয়ে যায় ।সেখনকর কর্তব্যরত ডাক্তার ঢাকায় রেফার করে।গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় সে মারা যায়।
পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, ঘটনার বিষয়ে আসামীর বিরুদ্ধে বাদীনি থানায় এসে এজাহার দায়ের করে। ঘিওর থানার মামলা নং-১০, তাং-২৩/১০/২০২৪ খ্রি:, ধারা- ৩০২/৩৪ পেনাল কোড রুজু করা হয়।
মামলা রুজুর পর মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নাতি প্রাপ্ত) মোঃ বশির আহমেদ মহোদয়ের দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহবুবের তত্ত্বাধায়নে ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ রফিকুল ইসলামের নেতৃত্বে একটি টিম মামলার ঘটনার সহিত জড়িত আসামীকে গ্রেফতার পর আদালতে সোপর্দ করেন।
বিজ্ঞ আদালতে আসামী নিজেই ফৌঃ কাঃ বিঃ আইনের ১৬৪ ধারায় স্বীকারোক্তমূলক জবানবন্দি প্রদান করে।