এম,আর,রাজ্জাক,মানিকগঞ্জ প্রতিনিধি,

প্রথম দেখায় যে কেউ মনে করবে এটি বিয়ের গায়েহলুদের যাত্রা। পরে স্স্নোগান শুনে ভুল ভাঙবে। এটি আসলে গায়ে হলুদের অনুষ্ঠান নয়, ২১ মে অনুষ্ঠেয় মানিকগঞ্জের ঘিওর উপজেলা পরিষদ নির্বাচনে এক নারী ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীর জনসংযোগ।

শুক্রবার বিকেলে ঘিওর সদরের ঘিওর বাজার এলাকায় এভাবে নির্বাচনী প্রচার চালাতে দেখা যায় এই প্রার্থীকে।

ভাইস চেয়ারম্যান প্রার্থী সালমা সিদ্দীকি লোপা কলস প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বনদ্বিতা করছেন। এ সময় তিনি অর্ধশতাধিক নারী সমর্থককে হলুদ শাড়ি পরিয়ে কাঁখে কলস দিয়ে কয়েকটি গ্রামে প্রচার চালান। এই প্রচার বহরে থাকা নারী, কিশোরী ও শিশুরা ছন্দে ছন্দে প্রার্থীর পক্ষে ভোট চান। এই দৃশ্য দেখতে পথে পথে উৎসুক জনতার ভিড় জমে।

এ বিষয়ে সালমা সিদ্দীকি লোপা বলেন,গ্রামের সাধারণ মানুষ আমি। আর মাটির কলস আমাদের গ্রামবাংলার আদি ঐতিহ্য। আমার প্রতীকও কলস। আত্মীয়স্বজন ও এলাকার নারী সমর্থকেরা হলুদ শাড়ি পরে, কলস কাঁখে নিয়ে অনেকটা উৎসবের আমেজে প্রচার চালাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *