মানিকগঞ্জ প্রতিনিধি: ২৬ ডিসেম্বর
মানিকগঞ্জের ঘিওরে ৪র্থ দফায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে বড় ধরনের কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই সম্পূর্ণ হয়েছে।    ৭ টি ইউনিয়নে বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিতরা হলেন, বানিয়াজুরী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী এস আর আনসারী বিল্টু ( চশমা), নালী ইউনিয়নের আওয়ামী লীগের প্রার্থী আব্দুল কুদ্দুস মধু (নৌকা), সিংজুরী ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী আবু মোঃ আসাদুর রহমান মিঠু (মোটরসাইকেল), পয়লা ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী হারুন অর রশিদ (নৌকা), বালিয়াখোড়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আব্দুল আওয়াল খান (মোটরসাইকেল), ঘিওর সদরে স্বতন্ত্র প্রার্থী অহিদুল ইসলাম টুটুল (আনারস), বড়টিয়া ইউনিয়নে আওয়ামী লীগের সামছুল আলম রওশন (নৌকা)।
উপজেলা নির্বাচন অফিসার মোসাম্মৎ ফেরদৌসী বেগম বলেন, উপজেলার ৭ টি ইউনিয়নের জন্য চেয়ারম্যান পদে ৩৬ জন, ২৬৫ জন সাধারন সদস্য এবং ৮০ জন সংরক্ষিত মহিলা সদস্য নির্বাচনে অংশ গ্রহন করেন।
 ঘিওরে মোট ভোটার সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৪শ’ ৬২ জন।  ৬৫ টি কেন্দ্রে
রিটার্নিং অফিসার ৩ জন, পোলিং অফিসার ৬৮৮ জন, প্রিজাইডিং ৬৫ জন, সহ-প্রিজাইডিং ৩৪৪ জন দায়িত্ব পালন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *