হরিরামপুর (মানিকগঞ্জ) থেকে
চালা ইউনিয়ন পরিষদ নির্বাচনে পিতা পুত্র মনোয়ায়নপত্র জমা দিলেও অবশেষে পুত্রের মনোনয়ন প্রত্যাহার করে নিলেন। জানা গেছে,১৪ ডিসেম্বর মঙ্গলবার স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান শামসুল আলম বিশ্বাস শিরুর ছেলে মনির হোসেন তার নিজের প্রার্থীতা প্রত্যাহারের জন্য উপজেলা রিটার্নিং অফিসার বরাবর আবেদন করেন বলে জানা গেছে।
এ বিষয়ে মনির হোসেন জানান, “চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছিলাম। গত মঙ্গলবার প্রত্যাহারের জন্য আবেদন করেছি।”
এ ব্যাপারে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনের চালা ও ধূলশুড়া ইউনিয়নের রিটার্নিং অফিসার আবুল কালাম আজাদ জানান, “চালা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন মনোনয়নপত্র দাখিল করেন এবং যাচাই-বাছাই শেষে ৬ জনই বৈধতা পায়। তবে মো. মনির হোসেন নামের একজন স্বতন্ত্র প্রার্থী মনোনয়ন প্রত্যাহারের জন্য আবেদন করেছেন।
আসন্ন ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন- ২০২১ -এ মানিকগঞ্জের হরিরামপুরের চালা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এতে যাচাই-বাছাই শেষে ৬ জনই বৈধতা পায় বলে উপজেলা রিটার্নিং অফিসার সূত্র জানায়।
জানা যায়, চেয়ারম্যান পদে এ ইউনয়নে মনোনয়নপত্র দাখিল করেন সরকার দলীয় বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী আব্দুল মজিদ, স্বতন্ত্র প্রার্থী হিসেবে আজিমনগর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চৌধুরী আওলাদ হোসেন বিপ্লব, শাকিল মোল্লা, উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মো. সেলিম মোল্লা ও বর্তমান চেয়ারম্যান শামসুল আলম বিশ্বাস শিরু ও তার ছেলে মনির হোসেন।
উল্লেখ্য, ৫ম ধাপের ৭০৭টি ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনে রিটার্নিং অফিসারের নিকট প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১৯ ডিসেম্বর এবং প্রতীক বরাদ্দ দেয়া হবে ২০ ডিসেম্বর। নির্বাচন অনুষ্ঠিত হবে নতুন বছর ২০২২ এর ৫ জানুয়ারি।