বিনোদন রিপোর্ট, ১৪ নভেম্বর

দর্শকপ্রিয় চিত্রনায়িকা ও মডেল বিদ্যা সিনহা মিম বিয়ে করছেন। ইতোমধ্যে ঢাকার একটি পাঁচতারকা হোটেলে বাগদান অনুষ্ঠান হয়েছে। বাগদান অনুষ্ঠানে চিত্রনায়ক ফেরদৌস, চিত্রনায়িকা পূর্ণিমা, টিভি অভিনেতা সজলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মিমের হবু বরের নাম সানি পোদ্দার। পাত্রের সঙ্গে ছবি প্রকাশ করে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া স্ট্যাটাসে মিম লিখেছেন, ‘আমার সব হাসি তোমার সাথে শুরু হয়েছিল ছয় বছর আগে। আজ খুব বিশেষ দিন, আজ চিরকালের শুরু। এক নতুন অধ্যায়ের সূচনা। অবশেষে এনগেজড।’ মিম জানান, তার হবু স্বামী সনি পোদ্দার কুমিল্লার ছেলে। তিনি সিটি ব্যাংকের কর্মকর্তা। মিম বলেন, আমাদের বাগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্য ও আমার খুব কাছের কয়েকজন মানুষ। আগামী বছর বিয়ের অনুষ্ঠান হবে আশা করছি। সনি পোদ্দারের সঙ্গে পরিচয় সম্পর্কে জানতে চাইলে মিম বলেন, আমার এক বান্ধবীর মাধ্যমে সনির সঙ্গে প্রথম পরিচয়। তারপর বন্ধুত্ব, সেখান থেকে প্রেম। অবশেষে দুজনই পরিবারকে বিষয়টি জানাই। বাবা-মায়ের সিদ্ধান্তে সবকিছু হয়েছে। উল্লেখ্য, ১৯৯২ সালের ১০ নভেম্বর রাজশাহীতে জন্মগ্রহণ করেন মিম। ২০০৭ সালে তিনি শোবিজে পা রাখেন। পরের বছর ‘আমার আছে জল’ দিয়ে নাম লেখান সিনেমায়। এ পর্যন্ত বেশ কিছু আলোচিত ও সফল সিনেমায় দেখা গেছে তাকে। সূত্র দৈনিক ইনকিলাব

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *