ডেক্স রিপোর্টঃ২২ ডিম্বেবর
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় রসের সঙ্গে চিনি মিশিয়ে খেজুরের গুড় তৈরি করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা।
এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর মানিকগঞ্জ অফিস।
বৃহস্পতিবার ২২ ডিসেম্বর হরিরামপুর ও শিবালয় উপজেলায় ভেজাল গুড়ে তৈরির অভিযানে গিয়ে উপজেলার শিমুলিয়া ইউনিয়নের ধানধারা গ্রামের মশগুল গুড় ভান্ডারে চিনি ও চুন মিশিয়ে খেজুরের গুড় তৈরির সময় ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল এই জরিমানা করেন।
মশগুল গুড় ভান্ডারের মালিক মো. মশগুল ব্যাপারির বাড়ি রাজশাহী জেলার বাঘা থানার গড়াংগোপুর গ্রামে। শীত মৌসুমে শিবালয় ও হরিরামপুর উপজেলায় এসে তারা খেজুর গাছ ঝুরে রস দিয়ে গুর তৈরির ব্যবসা করেন।
ভোক্তা অধিকারের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, মানিকগঞ্জের হাজারি গুড়ের সুনাম দেশজুড়ে। সে জন্য অন্য জেলা থেকে কিছু অসৎ ব্যবসায়ী এই জেলায় এসে গুড় তৈরি করে মানিকগঞ্জের গুড় বলে বিক্রয় করছেন।
তিনি আরও বলেন ৫০ কেজি গুড়ের মধ্যে ৩০ কেজি চিনি মিশিয়ে ভেজাল গুড় তৈরি করছেন তারা। এবং গুড় সাদা করার জন্য পরিমাণ মতো চুন মিশান। চিনি মিশিয়ে গুড় তৈরি করার কারণে মো. মশগুল ব্যপারিকে আজ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান চলবে বলে তিনি জানান।