
শাহীন তারেক.মানিকগঞ্জ ২৯অক্টোবর
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চারিগ্রাম ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান শেখ মো: সাজেদুল আলম স্বাধীন ও তার স্ত্রী লিলি আক্তার নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট যুদ্ধে নেমেছেন।স্বামী স্ত্রী নির্বাচনে অংশগ্রহণ করায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।স্বামী স্বাধীন নির্বাচনে মার্কা পেয়েছেন আনাসর ও স্ত্রী লিলি পেয়েছেন হ্যালোবাইক।দুজনের পোষ্টারে ছড়িয়ে পড়েছে নির্বাচনী এলাকাগুলোতে।
জানা গেছে,আগামী ১১ নভেম্বর সিংগাইর উপজেলার ১১ টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের ভোটগ্রহন হবে। নির্বাচনে উপজেলার চারিগ্রাম ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত রিপন হোসেন(নৌকা) ও বর্তমান চেয়ারম্যান শেখ মো: সাজেদুল আলম স্বাধীন(আনারস),তার স্ত্রী লিলি আক্তার(হ্যালোবাইক) মার্কা নিয়ে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট যুদ্ধে নেমেছেন। তবে স্ত্রী লিলি আক্তার প্রতিদ্বন্দীতা করার উদ্দেশ্যে নয়, নির্বাচনী কৌশল হিসেবে স্বামী স্বাধীনকে সহযোগীতা করার জন্য ভোটে দাঁড়িয়েছেন বলে জানান তিনি।
সিংগাইর উপজেলা নির্বাচন অফিসার মাহবুব রোমান চৌধুরী জানান, উপজেলার ১১ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যন পদে ৪৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। গতকাল মঙ্গলবার (২৬ অক্টোবর) শেষ দিনে ৫টি ইউনিয়নের ৯ জন চেয়ারম্যান প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন। এরমধ্যে চারিগ্রাম ইউনিয়নে ৪ জনের মধ্যে একজন মনোনয়নপত্র প্রত্যাহার করলেও ভোটের মাঠে থেকে যান আওয়ামী লীগের মনোনীত প্রর্থী রিপন হোসেনসহ বর্তমান চেয়ারম্যান শেখ সাজেদুল আলম স্বাধীন ও তার স্ত্রী লিলি আক্তার। স্বামী স্ত্রী দুজনই স্বতন্ত্র প্রার্থী।
স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শেখ মো: সাজেদুল আলম স্বাধীন বলেন ,আমি চারিগ্রাম ইউনিয়নে পরপর দু’বার বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়ে জনসেবায় কাজ করেছি। তাই ভোটাররা ইউনিয়নের সার্বিক উন্নয়নের জন্য এবারো আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন।তার স্ত্রীর প্রার্থী হওয়া বিষয়ে তিনি বলেন, আমার স্ত্রী লিলি আক্তারকে ব্যাকআপ হিসেবে প্রার্থী করিয়েছি। এটা আমার নির্বাচনী কৌশল। নির্বাচন সুষ্ঠু হলে এবারও বিপুল ভোটে বিজয়ী হবো ইনশাআল্লাহ।