ডেক্স রিপোর্ট,

মানিকগঞ্জ সদর উপজেলার চর উকিয়ারা গ্ৰামে আরশেদ আলী (৭০) নামে এক বৃদ্ধাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে খুন করেছে বলে অভিযোগ উঠেছে তার ২ ছেলেসহ নাতির বিরুদ্ধে।

আজ রোববার (২৫ সেপ্টেম্বর) সকাল ৮টায় সদর উপজেলার জাগীর ইউনিয়নের চর-উকিয়ারা গ্রামে এই ঘটনা ঘটে।সদর থানার তদন্ত অফিসার মো. কোহিনুর মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এই ঘটনায় নিহতের ছোট ছেলে খোরশেদ আলী, নাতি আহাদ ও তার দুই ছেলের বৌকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তবে তার বড় ছেলে কবির হোসেন পালিয়ে গেছে।

জমি জমার জেরে এই খুন হয়েছে বলে ধারনা করছেন স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *