
মানিকগঞ্জ প্রতিনিধি,
জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে এইচপিভি টিকা প্রদান বিষয়ক সচেতনামুলক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।বৃহস্প্রতিবার মানিকগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেনবিশ্বস্বাস্থ্য সংস্থার মানিকগঞ্জ প্রতিনিধি ডাক্তার ইশরাত ফারহানা।
জানা গেছে,জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে এইচপিভি টিকা গত ৪ অক্টোবর রাজধানীর আজিমপুর গার্লস স্কুলে এ টিকাদান কর্মসূচির উদ্বোধন হয়েছে। এর আওতায় ১০ থেকে ১৪ বছর বয়সী; অর্থাৎ পঞ্চম থেকে নবম শ্রেণি পর্যন্ত মেয়েশিক্ষার্থীরা বিনা মূল্যে এক ডোজ করে টিকা পাবে। এটি পরিচালনা করবে স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)। এর আগে জুলাই মাসে দেশের বিভিন্ন স্কুল থেকে কিশোরীদের তথ্য নেওয়া শুরু হয়েছে।