মানিকগঞ্জ, ১৫ অক্টোবর
মানিকগঞ্জবাসীর উদ্দেশ্যে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেন,মানিকগঞ্জবাসী কথা রেখেছে। ভোট দিয়ে আওযামলিীগকে জয়যুক্ত করেছে। শেখ হাসিনাও কথা রেখেছেন।মানিকগঞ্জকে তিনি অনেক উন্নয়ন দিয়েছেন।

আজ ১৫ অক্টোবর দুপুরে মানিকগঞ্জে জরায়ুর মুখের ক্যান্সার প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন এ এসব কথা বলেন স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক।
তিনি বলেন, করোনার সময় আমরা সবার পাশে ছিলাম। শেখ হাসিনা পাশে ছিলো, আওয়ামীলীগ পাশে ছিলো। বিরোধীদল পাশে আসেনি বরং তারা কটাক্ষো করে বলেছিলো করোনার টিকা নিয়েও বলেছিলেন এখানে শুধু পানি আছে,, এগুলো মুরগীর ভ্যাকসিন এগুলো কোন কাজে আসবে না। কিন্তু ঠিকই আমরাকেরোনা মোকাবেলা করেছি।
এছাড়া রাজনীতি ও নির্বাচন বিষয়ক দিকনির্দেশনামুলক কথাও বলেন তিনি। আজ থেকে সারা দেশে জরায়ুর মুখের ক্যান্সার প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে।
রবিবার সকাল ১১ টায় মানিকগঞ্জের জেলা পরিষদ সম্মেলন কক্ষে এক উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত কার্যক্রমের উদ্বোধন কারেন।
মানিকগঞ্জ জেলা সিভিল সার্জনের কার্যালয় আয়োজিত কার্যক্রমে জেলা প্রশাসক রেহেনা আকতার ও জেলা পরিষদ চেয়ারম্যান এড. গোলাম মহিউদ্দিন সহ বিভিন্ন নেতৃবৃন্দু উপস্থিত ছিলেন। জাহিদ মালেক বলেন, জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে সারাদেশ ব্যাপী একযোগে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন
শুরু হয়েছে। প্রাথমিকভাবে এই কার্যক্রম ১ মাস ব্যাপী চলবে। এক মাসের মধ্যে জেলার এক হাজার ১৮৪ শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে ৭১ হাজার ৪১৫ জন ছাত্রীকে টিকা দেওয়া হবে বলেও জানান তিনি। পরবর্তীতে যারা বয়স্ক আছেন তারও পর্যায়ক্রমে এই ভ্যাকসিনের আওতায় আসবেন।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, চিকিৎসকসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *