জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে মানিকগঞ্জে সুবিধাবঞ্চিত ৫৫জন শিক্ষার্থীকে স্কুলব্যাগ দিয়েছে জাতীয় মহিলা সংস্থা। আজ (বৃহস্পতিবার) বিকেলে জেলা শহরের বেউথা বস্তি সংলগ্ন দিশারী স্কুলে আয়োজিত অনুষ্ঠানে তাদের হাতে এই শিক্ষা উপকরণ তুলে দেন, জেলা প্রশাসক ও দিশারী’র প্রধান উপদেষ্টা মুহাম্মদ আব্দুল লতিফ।

সংস্থাটির মানিকগঞ্জ কার্যালয়ের চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা লক্ষ্ণী চ্যাটার্জী’র সভাপতিত্বে অনুষ্ঠিত এই শিশু দিবসের আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য শিহাব উদ্দিন,  জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উপ-পরিচালক নাসরিন সুলতানা, জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী নীনা রহমান, দিশারী’র উপদেষ্টা ও সাংবাদিক জাহাঙ্গীর আলম বিশ্বাস, সংস্থাটির পরিচালনা পরিষদের সদস্য, অবসরপ্রাপ্ত কলেজের অধ্যক্ষ হোসনে আরা বেগম, পরিচালনা পরিষদের সদস্য ও জেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কাজী লুৎফুন্নাহার শিউলী, দিশারী’র সভাপতি হাসান শিকদার, জাতীয় মহিলা সংস্থা’র মানিকগঞ্জ জেলা কার্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল বারী প্রমুখ।
আলোচনাশেষে, জন্মদিনের কেক কাটা হয় এবং শিশুদের মাঝে কেকের পাশাপাশি মিষ্টি বিতরণ করা হয়। এরপর, প্রত্যেক শিশুর হাতে একটি করে স্কুলব্যাগ তুলে দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *