মানিকগঞ্জ সংবাদদাতা,৭ নভেম্বর

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মানিকগঞ্জ বর্ণাঢ্য র‌্যালী করেছে জেলা বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।

আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় দলীয় কার্যালয় থেকে জেলা বিএনপির উদ্যোগে শহরে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করেন। স্থানীয় শহীদ রফিক চত্বরে র‌্যালী শেষ সমাবেশ করেন।
সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা মন্ডলির সদস্য ও মানিকগঞ্জ জেলা সভাপতি আফরোজা খান রিতা,সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবির, যুগ্ম সম্পাদক সত্যেন কান্ত পন্ডিত ভজন, সাংগঠনিক সম্পাদক নূরতাজ আলম বাহার,রফিক উদ্দিন ভূঁইয়া হাবু, কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ,সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল, অফিস সম্পাদক এডভোকেট আরিফ হোসেন লিটন, যুব দলের আহ্বায়ক কাজী মুস্তাক হোসেন দিপু ছাত্রদলের সাবেক সভাপতি মাসুদ পারভেজ,ছাত্রদলের জেলা সভাপতি আব্দুল খালেক শুভ প্রমূখ।
এছাড়া সমাবেশে কৃষকদল,যুবদল, স্বেচ্ছাসেবক দল,মহিলাদল,ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *