মানিকগঞ্জ প্রতিনিধি ঃ ৯ ডিসেম্বর
জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে মানিকগঞ্জের স্বাস্থ্য বিভাগ সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেছেন। বৃহস্পতিবার বেলা বারোটার দিকে মানিকগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এই মত বিনিময় সভায় ম‚ল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার কনসালটেন্ট ডা. ঈশিতা ফারহা। মানিকগঞ্জের সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা, লুৎফর রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্যে বলেন, জেলার সাতটি উপজেলা ও একপি পৌরসভায় এই “এ ” প্লাস ভিটামিন ক্যাম্পেইন চলবে।আগামী ১১ ডিসেম্বর জাতীয় ভিটামিন দিবসে সাতটি উপজেলায় এক হাজার ৫৬০টি অস্থায়ী টিকাদান কেন্দ্রে স্বাস্থ্য বিভাগের নিজস্ব জনবলের পাশাপাশি তিন হাজার ১২০ জন স্বেচ্ছাসেবী টিকাদান কর্মকান্ডে সহায়তা করবেন।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সাধারন সম্পাদক বিপ্লব চক্রবর্তী প্রমুখ।
সিভিল সার্জন আরো জানান,৬ থেকে ১১ মাস বয়সী শিশু রয়েছে ২৪ হাজার চার শত জন। এছাড়া ১২ থেকে ৫৯ মাস বয়সী এক লাখ ৬২ হাজার ৫৬০ জন শিশু এই টিকার আওতায় আসবে। জেলায় এক লাখ ৮৬ হাজার ৯৬০ শিশুকে টিকা দানের টার্গেট ধরা হলেও জেলায় মজুত রয়েছে এক লাখ ৯৩ হাজারটি ক্যাপসুল।