স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ (২১ এপ্রিল)
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগতায় মানিকগঞ্জ অঞ্চলে চ্যাম্পিয়ন হয়েছে জাগীর উচ্চ বিদ্যালয়। আজ (২১ এপ্রিল) মানিকগঞ্জ শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ধানকোরা গিরিশ ইনস্টিটিউশনকে ৮ রানে পরাজিত করে তারা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
জাগীর উচ্চ বিদ্যালয় প্রথমে ব্যাট করতে নামে এবং ৩৬.৪ ওভারে ৮৬ রান করে সবাই আউট হয়ে যায়। দলের পক্ষে সালাউদ্দিন সর্বোচ্চ ২৮ রান করে। গিরিশ ইনস্টিটিউশনের পক্ষে ফেরদৌস ৩টি, ইয়াকুব, ইয়ামিন ও জামিল দুটি করে উইকেট পায়। জবাবে ৮৭ রানের লক্ষ্যে খেলতে নেমে গিরিশি ইনস্টিটিউশন ২০.১ ওভারে ৭৮ রান করে সবাই আউট হয়ে যায়। দলের পক্ষে ইয়াকুব সর্বোচ্চ ২২ রান করে। জাগীর উচ্চ বিদ্যালয়ের পক্ষে সামি পাঁচটি এবং আহাদ চারটি উইকেট পায়।
জাগীর উচ্চ বিদ্যালয়ের খেলোয়র সামি ম্যান অব দি ফাইনাল বিবেচিত হয়।
খেলাশেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও প্রাইজমানি এবং প্রতিটি ম্যাচের সেরা খেলোয়ারদের হাতে ট্রফি তুলে দেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব কুমার সাহা। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট সাব-কমিটির আহবায়ক গোলাম ছারোয়ার ছানু, সদস্য-সচিব প্রদীপ শিকদার রিপন, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সম্পাদক সেলিম পারভেজ, সদস্য খোরশেদ আলম চৌধুরী লাভলু, মশিউর রহমান শিমুল, আবুল বাশার, ক্রিকেট কোচ সাঈদ খান মজলিশ, আতিক ইমরান ও মাসুদ রানাসহ সংশ্লিষ্টরা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা যৌথভাবে এই ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করে। এতে মানিকগঞ্জের শীর্ষস্থানীয় চারটি স্কুল ক্রিকেট দল অংশ নেয়।