মানিকগঞ্জ সংবাদদাতাঃ১০ আগস্ট
মানিকগঞ্জ পৌরসভার দখলে থাকা সম্পত্তি জেলা পরিষদ কর্তক ।অবৈধ দখলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে পৌর মেয়র মো.রমজান আলী ও কাউন্সিলযবৃন্দ।
বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে মানিকগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে লিখিত বক্তব্যে পৌর মেয়র রমজান আলী জানান,পৌরসভার বেউথা মৌজায় .১৫২৫ একর,পশ্চিম বান্দটিয়া মৌজায় ৬.৪৭ একর জমি এলাকায় দখলে থাকা সম্পত্তি মানিকগঞ্জ জেলা পরিষদ দখলে নেওয়ার পায়তারা করছে।ইতিমধ্যে পৌরসভার জায়গা নিয়ে জেলা পরিষদ বেউথা ঘাটে অবৈধভাবে একটি বাণিজ্যিক ভবন নির্মান করেছে ।এছাড়া পৌরসভার ময়লা অপশারনে ব্যবহৃত তিনটি গাড়ীসহ গ্যারেজ তালা বদ্ধ করে দিয়েছে জেলা পরিষদ।এতে দূর্ভোগে পড়েছে হাজার হাজার পৌরবাসী ।পরিশেষে জেলা পরিষদ ও পৌর সভার মধ্যে চলমান সমস্যা সমাধানের দাবী করেন মেয়র।
সংবাদ সম্মেলন শেষে পৌর মেয়রের নেতৃত্বে গ্যারেজের তালা ভেঙ্গে তিনটি গাড়ী উদ্ধার ও নিজেদের জমি দখলে নেন।
সংবাদ সম্মেলনে পৌর মেয়র মো. রমজান আলীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন,প্যানেল মেয়র আব্দুর রাজ্জাক রাজা, কাউন্সিলর আবুল কালাম আজাদ, জেসমিন আক্তার ও আবু মোহাম্মদ নাহিদ,পৌর সভার সেক্রেটারী বজলুর রহমান,প্রেসক্লাবের সভাপতি গোলাম সারোয়ার ছানু,সাধারন সম্পাদক বিপ্লব চক্রবর্তীসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।