জ. ই. আকাশ, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি :
মানিকগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ৬নং ওয়ার্ডের (হরিরামপুর উপজেলা) সাধারণ সদস্য পদে টানা ২য় বারের মতো নির্বাচিত হয়েছেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হায়দার আলী তারেক। ৭৭ ভোট পেয়ে তিনি বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেওয়ান আব্দুর রব পান ৭১ ভোট।
১৭ অক্টোবর (সোমবার) সকাল ৮টা হতে বেলা ২টা পর্যন্ত উপজেলা হল রুমে বিরতিহীন ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে স্বতঃস্ফূর্তভাবে ভোটারগণ ভোট প্রদান করেন। অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে বলে জানান প্রার্থীরা। নির্বাচনে জয়লাভ করে হায়দার আলী তারেক জানান, “আমি ২য় বারের মতো জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে জয়লাভ করলাম।
এ জন্য আমি উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।” উল্লেখ্য, চেয়ারম্যান পদে ২৭ ভোট বেশি পেয়ে নির্বাচিত হন জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এড. গোলাম মহীউদ্দীন।