নিজস্ব প্রতিবেদক,
জেলা পুলিশের ভালো কাজের স্বীকৃতি স্বরূপ আর্থিক পুরস্কার পেলেন মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আমান উল্লাহ ।
এছাড়াও সাটুরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মানবেন্দ্র বালাকে জেলা পুলিশের ভালো কাজের জন্য আর্থিক পুরস্কার প্রদান করা হয়।
২০ অক্টোবর রোববার মানিকগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা শেষে এই দুজনকে নগদ অর্থ প্রদান করেন মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ বশির আহমেদ ( অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) ।
এসময় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ সামাজিক অপরাধ নিবারণ, নিয়ন্ত্রন এবং প্রতিরোধে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করার নির্দেশ প্রদান করেন পুলিশ সুপার ।
এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ শরফুদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ ) মোঃ আব্দুল ওয়ারেস, অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা ডিএসবি ) মোঃ ইমতিয়াজ মাহবুবসহ জেলা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ।