(ছবি পৌরসভার উত্তর পাশের কালিবাড়ী রোডের বৃহস্প্রতিবার রাতের দৃশ্য)

স্টাফ রিপোর্টার রঃ০৫ অক্টোবর

গতকয়েক দিনের টানা বর্ষনে বিপর্যস্ত হয়ে পড়েছে মানিকগঞ্জের জনজীবন। ঝাপটা হাওয়ার সঙ্গে অঝোর ধারায় ঝরছে বৃষ্টি। বৃষ্টির কারণে রাস্তায় গাড়ির সংখ্যাও ছিল কম। গাড়ি না পাওয়ায় আরও ভোগান্তি বেড়েছে অফিসগামীসহ নানা শ্রেণি-পেশার মানুষের। গুণতে হচ্ছে বাড়তি ভাড়াও। আর ঘর থেকে বের হওয়ারা যানবাহন সংকট ও রাস্তায় জমে থাকা পানিতে তাদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।

এদিকে ঝড়বাতাসের কারণে মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের পশ্চিম হাসলী গ্রামের ১০/১৫টি কাচা পাকা ঘর ভেঙে গেছেে উড়িয়ে নিয়ে গেছে ঘরের টিনের চাল।

এ দিকে বুধবার মাঝরাত থেকে টানা বর্ষনে বিপর্যস্ত হয়ে পড়েছে মানিকগঞ্জ পৌরসাভার জনজীবন।বৃষ্টির পানিতে পৌরসভার শান্তুরায় রোড,কালিবাড়ী রোড,খানবাহদুর কলেজ রোডসহ বেশ কয়েকটি রাস্তার উপর দিয়ে হাটু পানি জমেছে। অনেক জায়গায় বৃষ্টির সঙ্গে নর্দমার পানি মিশে একাকার। কোথাও রাস্তায় পানি জমে গর্তগুলো আড়াল হওয়ায় পথচারীদের দুর্ঘটনার মধ্যে পড়তে হচ্ছে।

এদিকে, বৃষ্টির ভোগান্তিতে পড়েছেন দৈনিক মজুরিভিত্তিক শ্রমিকরাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *