
শাহীন তারেক,০২ ফেব্রুয়লিী
আজ বুধবার মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ট্রাফিক পুলিশ কার্যালয়ে ক্যামেরা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান। ৮ জন ট্রাফিক পুলিশ সার্জেন্টদের মাঝে বডি ওর্ন ক্যামেরা বিতরণ করা হয়েছে।
বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (সদর) হোসাইন মোহাম্মদ রায়হান, সিনিয়র সহকারি পুলিশ সুপার (ডিএসবি) নাসির উদ্দিন মল্লিক, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, ট্রাফিক পরিদর্শক (প্রশাসন) কে এম মেরাজ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান জানান, জেলার ৭৫ জন ট্রাফিক পুলিশসহ পর্যায়ক্রমে গুরুত্বপূর্ণ স্থানে ও অফিসারদের বডি ওর্ন ক্যামেরা অপরাধ নিয়ন্ত্রণে দেওয়া হবে। বডি ওর্ন ক্যামেরা জিপিএসের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হবে।
তিনি আরও জানান, অনেক সময় গাড়ির কাগজপত্র চাইলে, মামলা করতে গেলে চালকরা কর্মরত পুলিশের সঙ্গে খারাপ ব্যবহার করেন। এছাড়াও অনেক সময় অনৈতিক লেনদেনের অভিযোগ করেন। বডি ওর্ন ক্যামেরা থাকলে বিষয়টি স্পষ্ট করার সুযোগ থাকবে। পরবর্তীতে কেউ কিছু অস্বীকার করতে পারবে না। এর ফলে অনেক ঝামেলা কমে আসবে।