
স্টাফ রিপোর্টার,মানিকগঞ্জ:
ডিজিটাল নিরাপত্তার নামে কালা আইন বাতিলের দাবীতে মানববন্ধন করেছে মানিকগঞ্জ প্রেসক্লাব।
আজ বেলা ১১ টা থেকে প্রেসক্লাবের সামনে এই দাবীতে ঘন্টাব্যাপীমানববন্ধন করা হয়। এসময় প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সহ সভাপতি গাজী ওয়াজেদ আলম, সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, সাবেক যুগ্ন সম্পাদক মো. শাহানুর ইসলামসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। মানববন্ধনে বক্তারা বলেন ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে সংবাদ মাধ্যমের স্বাধীনাতকে খর্ব করা হচ্ছে। পরিকল্পিত মামালা দিয়ে মত প্রকাশে বাঁধা দেয়া হচ্ছে। যখন-তখন সাংবাদিকদের হয়রানী করা হচ্ছে এই আইন দিয়ে। এই আইনে আটক সামসুজ্জামান সামসসহ গ্রেফতারকৃত সকল সাংবাদিকদের মুক্তির দাবী জানানো হয় এই মানববন্ধনে।