মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে বিআইডব্লিউটিসির ডুবে যাওয়া রো-রো ফেরি শাহ আমানতের উদ্ধার কাজ স্থগিত ঘোষণা করেছে নৌ পরিবহন কর্তৃপক্ষ।
বুধবার রাত সোয়া ৮টায় নৌ পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. দেলোয়ার হোসেন ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় উদ্ধার শুরু করা হবে বলেও তিনি জানিয়েছেন।
জানা গেছে চাদপুর থেকে উদ্ধারকারী জাহাজ প্রত্যয় ঘটনাস্থলে আসলে উদ্ধার কাজ আরো জোরদার হবে।