মানিকগঞ্জ সংবাদদাতা,২৮ মার্চ
মানিকগঞ্জের পুলিশ সুপার মুহাম্মদ গোলাম আজাদ খান বলেছেন,আসন্ন ঈদকে সামনে রেখে ঢাকা-আরিচা মহাসড়কে চলাচলরত নিত্য পণ্যবাহী ট্রাক, পিকআপ, সিএনজি ও থ্রি হুইলারসহ যে কোন গাড়িতে কেউ কোন চাঁদা দাবি করলে, সে যেই হোক, তার বিরুদ্ধে চাঁদাবাজিসহ সকল প্রকার আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আজ ১৮ মার্চ (সোমবার) দুপুরে মানিকগঞ্জ জেলা পুলিশের আয়োজনে বাসস্ট্যান্ডে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও জন শৃঙ্খলা সংক্রান্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
 সভায় আরো উপস্থিত ছিলেন জেলা জজ কোর্টের পিপি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আব্দুস সালাম, অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহবুব, সদর সার্কেল মুহাম্মদ কামরুল হাসান, সদর থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিল হোসেন, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছানোয়ার ছানুসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডয়ার সাংবাদিক এবং মানিকগঞ্জ জেলা বাস ও ট্রাক মালিক সমিতির সদস্য ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *