
মো.রকিবুল হাসান বিশ্বাস,সিংগাইর(মানিকগঞ্জ)থেকে:
মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার এসআই মাসুদ রানা শামীম ঢাকা রেঞ্জের বিশেষ অফিসার হিসেবে প্রথম পুরস্কার পেয়েছেন।
সোমবার(২২ নভেম্বর) সকাল ১১ টার দিকে ঢাকা রেঞ্জ,ডিআইজি অফিসের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা বিষয় আলোচনা শেষে ডিআইজি মো.হাবিবুর রহমান বিপিএম(বার),পিপিএম (বার) এসআই শামীমের হাতে প্রথম পুরুস্কারের ক্রেষ্ট ও সার্টিফিকেট তুলে দেন।
থানা সূত্রে জানা যায়,গত অক্টোবর মাসে সিংগাইর থানা এলাকা থেকে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যে উদ্ধারে তিনি ঢাকা রেঞ্জের বিশেষ অফিসার হিসেবে নির্বাচিত হওয়ায় এ পুরুস্কার পান। এ পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-ঢাকা রেঞ্জের সকল উর্ধধতন অফিসারগন। এ পুরুস্কার পাওয়ার অনুভূতি জানতে চাইলে এসআই মাসুদ রানা শামীম এ প্রতিবেদক কে বলেন-আমার কাজের মূল্যায়ন করায় ডিআইজি স্যারকে প্রথমে ধন্যবাদ জানাই। তিনি আরোও বলেন এ পুরুস্কার আমাকে দায়িত্ব ও কাজের গতি আরো বাড়িয়ে দিয়েছে।