মো.রকিবুল হাসান বিশ্বাস,সিংগাইর(মানিকগঞ্জ)থেকে: ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান পিপিএম (বার)। জানা গেছে, মোহাম্মদ গোলাম আজাদ খান মানুষের কল্যানের জন্য তার কর্মন্থলে সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করেন। এছাড়াও অপরাধীদের আইনের আওতায় এনে জটিল মামলার রহস্য উদঘাটনসহ অপরাধ দমনের জন্য ও মামলার সঠিক তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় এনে চুরি ডাকাতি নির্মূলে ভুমিকা রাখেন। গত এপ্রিল মাসে বিভিন্ন অপরাধ প্রতিরোধে কাজ করে ঢাকা রেঞ্জের ১৩ জেলার শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হন। মঙ্গলবার সকাল ১০ টায় ঢাকা রেঞ্জের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়। এতে ঢাকা রেঞ্জে এপ্রিল মাসের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে প্রথম স্থান অধিকারী হন মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান পিপিএম (বার)। শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হওয়ায় গোলাম আজাদ খানের হাতে ক্রেস্ট তুলে দেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার)। এ সময় অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। মানিকগঞ্জের পুলিশ সুপার গোলাম আজাদ খান শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হওয়ায় বুধবার দুপুর ১২ টায় ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান,সিংগাইর সার্কেলের এএসপি মোহা. রেজাউল হক, সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্যাসহ অন্যান্য কর্মকর্তাগন।