বিনোদন ডেস্ক ।
বরেণ্য অভিনেতা ইলিয়াস কাঞ্চন। বহুমাত্রিক চরিত্রে কাজ করে তিনি জনপ্রিয়তা পেয়েছেন। এবার তাকে দেখা যাবে দরবেশের বেশে ইসলাম প্রচারক হিসেবে! তবে তা বাস্তবে বা সিনেমায় নয়, একটি বিশেষ নাটকে তিনি হাজির হচ্ছেন দরবেশের বেশে। বৈশাখী টিভিতে আজ (১২ নভেম্বর) রাত সাড়ে আটটায় প্রচার হবে ইলিয়াস কাঞ্চন অভিনীত বিশেষ নাটক ‘দরবেশ’।

‘দরবেশ’ নাটকের গল্পে দেখা যাবে, কুরআন থেকে প্রাপ্ত জ্ঞান থেকে কাঞ্চনের চিরসত্য মতবাদ ও দর্শনে ক্ষিপ্ত হয়ে উঠে গ্রাম্য মাতবর! তার সাথে ক্ষিপ্ত হয় ভন্ড পীরের মুরিদরা। কিন্তু প্রতিবাদী যুবক রোস্তম দরবেশের দেয়া পরামর্শে মায়ের ভাষায় কুরআন বুঝতে শিখে এবং গ্রামগঞ্জে ঘুরে বেড়াতে থাকে কৃষকদের কুরআন বুঝাতে। দরবেশের সান্নিধ্যে এসে যখন খোদ মাতবরের ছেলেও কুরআন প্রচারে নিয়োজিত হয়, তখন মাতবর নিজের সন্তানকেও প্রহার করে। শুরু হয় সত্য-মিথ্যার দ্বন্দ্ব!

 

কিন্তু এ দ্বন্দ্বের শেষ কোথায়? জানতে হলে নাটকটি দেখার আমন্ত্রণ জানান নাটকটির পরিচালক এইচ এম বরকতুল্লা।

‘দরবেশ’ নাটকে ইলিয়াস কাঞ্চন ছাড়া আরও অভিনয় করেছেন আব্দুল্লাহ রানা, শফিক খান দিলু, আব্দুল আজিজ, জিল্লুর রহমান, লিটন খন্দকার, আখি, এজি বিদ্বান প্রমূখ। নাটকটি রচনা করেছেন নাট্যকার শাহ আলম নূর।-সুত্র-ইনকিলাব

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *