ডেক্স নিউজঃ8 আগস্ট

বাংলাদেশের জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট চ্যানেল দিগন্ত টেলিভিশনের ১১ বছর পর সম্প্রচারের সাময়িক নিষেধাজ্ঞা প্রত্যাহার  করেছে কর্তৃপক্ষ।

টেলিভিশন কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিত দিগন্ত টেলিভিশনের যে নিষেধাজ্ঞা ছিল সেটি তুলে নিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ।

আজ বৃহস্পতিবার ( ৮ আগস্ট) গণমাধ্যমটির নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের দায়িত্বশীল একজন কর্মকর্তা সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে ২০১৩ সালে সত্য ও সুন্দরের পক্ষে সংবাদ পরিবেশন করতে গিয়ে শেখ হাসিনা সরকারের রোষানলে পড়ে মিথ্যা অভিযোগ এনে দিগন্ত টেলিভিশনের সম্প্রচার সাময়িক বন্ধ করে দিয়েছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার।

সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে গণ-অভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। একপর্যায়ে ক্ষমতা ছেড়ে দেশ ত্যাগ করেন শেখ হাসিনা। এর পরই বদলে যেতে শুরু করে দেশের সার্বিক চিত্র।
এরই অংশ হিসেবে গত ৬ আগস্ট দিগন্ত টেলিভিশন কার্যালয়ে প্রতিষ্ঠানটির সাবেক সব কর্মকর্তা জড়ো হন। নতুন করে চ্যানেলটি চালু করার বিষয়ে আলোচনা করতেই তারা একত্রিত হন।—–সূত্র সিএনআই নিউজ-24

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *