মানিকগঞ্জ সংবাদদাতাঃ১০ ডিসেম্বর
দীর্ঘ ৮ বছর পর আগামীকাল ১১ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে মানিকগঞ্জ জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন।সম্মেলনকে গিরে নেতা কর্মীদের মধ্যে বইছে উৎসবের আমেজ।সভাপতি সেক্রেটারী হতে চালাচ্ছে হাই কমান্ডে জোর লবিং। জেলার গুরুত্বপূর্ন রাস্তার মোড়ে মোড়ে ব্যানার ফেস্টুন আর তোড়ণে ছেয়ে ফেলেছে ।
সরকারি হাই স্কুল মাঠে আয়োজিত জেলা সম্মেলনে প্রধান অতিথি হিসাবে আওয়ামীলীগের সাথারন সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি উপস্থিত থাকার কথা রয়েছে।
জানা গেছে,২০১৫ সালের ১৭ জানুয়ারীতে মানিকগঞ্জ জেলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।দীর্ঘ ৮ বছর পর সম্মেলন অনুষ্ঠিত হওয়ায় নতুন কমিটি নিয়ে কর্মীদের মধ্যে চলছে নানা কথা বার্তা।সভাপতি ও সাধারন সম্পাদক পদে রয়েছে একাধিক প্রার্থী।সভাপতি হিসাবে নাম শুনা যাচ্ছে বর্তমান কমিটির সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এড.গোলাম মহীউদ্দিন,সাটুরিয়া উপজেলার চেয়ারম্যান বর্তমান কমিটির সহসভাপতি এড,আব্দুল মজিদ ফটো,মানিকগঞ্জ পৌরসভার মেয়র সহসভাপতি মো.রমজান আলী।সাধারণ সম্পাদক প্রার্ধীরা হলেন বর্তমান কমিটির সাধারন সম্পাদক এড.আব্দুস সালাম পিপি,যুগ্ন সাধারন সম্পাদক ও ডায়েবেটিস সমিতির সাধারন সম্পাদক সুলতানুল আজম খান আপেল ও জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ও জেলা আ”লীগের সাংগঠনিক সম্পাদক বাবু সুদেব সাহা।
সভাপতি প্রার্থীরা রাস্তাঘাটে ব্যানার ফেস্টুন দিয়ে তাদের প্রার্থীতা জানান দিলেও মিছিল মিটিং করতে দেখা যায়নি।তবে সাধারন সম্পাদক পদের দুই প্রার্থী সুলতানুল আজম খান আপেল ও সুদেব সাহা নিজ নিজ কর্মী সমর্থকদের নিয়ে জেলা শহরে শোডাউন করতে দেখা গেছে।
এসম্পর্কে জেলা সভাপতি গোলাম মহীদ্দিন বলেন,আগামী জেলা কমিটি প্রবীন নবীনদের সম্বনয়ে হবে।ইতিমধ্যে সম্মেলনের সকল প্রস্তুতি নেওয়া হয়েছে।
স্বেচ্ছাসেবক লীগের জেলা সভাপতি এড.আবু বক্কর খান তুষার জানান,সম্মেলনে দেড় লাখ নেতা কর্মী উপস্থিত হবে আশাবাদী।
সম্পাদক ও প্রকাশক : মো: শাহিনুল ইসলাম
অফিস : বাইতরা শিমুলতলা, কাজীবাড়ী, মানিকগঞ্জ সদর-১৮০০
মোবাইল : +৮৮০ ১৭১২ ৭১৬ ৬৯৮, +৮৮০ ১৬৮৪ ৪৯১ ৩৯৬, ই-মেইল : sbnews24@gmail.com